বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটােরের বড়াইগ্রামে মাদক সেবন ও বিক্রয়ের দায়ে শরীফুল ইসলাম নামে এক ইউপি সদস্যসহ সাত জনকে গত রবিবার রাতে আটক করেছে পুলিশ। গোপন সু্ত্রে খবর পেয়ে উপজেলার রামাগাড়ী বাজার ও মৌখাড়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা হলাে- উপজেলার রামাগাড়ী গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র ও জোয়াড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম (৪৫), তার সহােদর ভাই শফিকুল ইসলাম (৩০), চাঁদ মোল্লার পুত্র ডাবলু (৪৫), কাটাশকোল গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৪৭), আবুল বাশারের পুত্র রঞ্জু আহমেদ (৩৫) ও বনপাড়া হালদার পাড়া গ্রামের সিরাজ গাজীর ছেলে আল আমিন গাজী (৩০) ও জেলার গুরুদাসপুর উপজেলার কুসুমহাটি গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জিনাতুল আলম জিন্নাহ (৩৮)।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আটক
ইউপি সদস্য শরীফুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ এগুলাে উপজেলার স্লুইসগেট, হারােয়া, আটঘরিয়া, শ্রীখন্ডি সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে। এতে উঠতি বয়সের ছেলে-মেয়েরা জড়িয়ে পড়ছে মাদকে। যার ফল বিশেষ করে ছেলে-মেয়েরা লিপ্ত হচ্ছে বিভিন্ন প্রকারের অসামাজিক কার্যকলাপের সাথে। এছাড়া মাদক দ্রব্য বিক্রয়ের দায়ে উপজেলার মৌখাড়া বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস আটকের ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যপারে থানায় আজ সােমবার মাদক দ্রব্য নিয়ন্তন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের জেল হাজতে পাঠানাে হয়েছে।
এস/আর