খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: বাগেরহাটে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন ও সমাবেশে ম্যাটস শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকসহ হাসপাতালে ম্যাটসের ডিপ্লোমা চিকিৎসকদের পদায়ন ও ইটার্নশীপ ভাতা প্রদানের দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট মেডিকেল স্কুল ম্যাটসের বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. আবু সায়েম, সাধারন সম্পাদক মো. রাসেল হোসাইন, সহসভাপতি ফাতেমা ইসলাম, সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী, মো. শিহাব উদ্দিনসহ ম্যাটস শিক্ষার্থীরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ