1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, হেনা সাধারণ সম্পাদক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, হেনা সাধারণ সম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আসগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (০২ নভেম্বর) রাত পৌনে ১১টায় জেলা বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির সদস্য কালাম আজাদ এ তথ্য জানান।

এর আগে বুধবার দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) দুই হাজার ২২২ জন কাউন্সিল এ সম্মেলনের ভোটার ছিলেন। তাদের মধ্যে দুই হাজার ১৫৬ জন ভোট দেন।

এতে রেজাউল করিম বাদশা এক হাজার ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল হক তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা এক হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন এক হাজার ৬৬ ভোট।
সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ভোট গণনা চলছিল।

সুত্র-বাংলানিউজ
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST