বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোবাইল ফোনে ডেকে এনে হায়দার আলী (৫০) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। আজ এলাকাবাসী বাড়ির পাশে একটি আম বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হায়দার আলী উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যাম্পুর পূর্বপাড়া গ্রামের মৃত. শুকুর আলীর ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মেহের বানু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মৃতদেহের কান দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। মামলাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।
নিহতের স্ত্রী মেহের বানু জানান, সোমবার রাতে পাশের দৌলতপুর গ্রামের ফকির মামুনের ছেলে বাবু মিয়া বাড়িতে গিয়ে হায়দারের খোঁজ করেন। তখন তিনি বাড়িতে ছিলেন না। পরে রাত ১০টার দিকে তিনি আবার মোবাইল ফোন করে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে বাড়ির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ