বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে বিআরটিসি বাসের চাপায় সাত বছরের স্কুলছাত্র আমিন নিহত হয়েছে। এ ঘটনায় বিআরটিসি বাস ও তার চালককে আটক করা হয়েছে। আজ বিকেলে মোকামতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত আমিন গাবতলী উপজেলার পাচপাইকার গ্রামের হযরত আলীর ছেলে এবং স্থানীয় স্কুলেও প্রথম শ্রেণির ছাত্র।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার এসআই মহিউদ্দিন জানান, বিকেল সাড়ে ৩টায় দিকে মোকামতলা বাসস্ট্যান্ডে স্কুলছাত্র আমিন রাস্তা পার হবার সময় জয়পুরহাটগামী বিআরটিসি বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে বাস ও চালক এখলাছুর রহমানকে আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ