1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১ অপরাহ্ন

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৬ সেপটেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিভিন্ন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত আপন ওরফে সিজার (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের তিন দস্য।

বুধবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের মাটিডালী ব্রিজের পাড়ে পল্লী মঙ্গল চৌরাস্তায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।

আপন ওরফে সিজার সদর উপজেলার মানিকচককর্ণপুর এলাকার নূর হোসেন খন্দকারের ছেলে। আহত তিন পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শহরতলীর মাটিডালী ব্রিজের কাছে একদল দুষ্কৃতিকারী ডাকাতি করতে জড়ো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামানসহ সদর থানা টহল দলের সদস্যরা সেখানে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুষ্কৃতিকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তখন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সনাতন চক্রবর্তী আরও জানান, ডাকাত আপন ওরফে সিজারের নামে থানায় ৫টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। সে শহরতলির মাটিডালী, মানিকচক, বাংলাবাজার এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। এলাকার বালু ব্যবসাসহ সবকিছু অপরাধ নিয়ন্ত্রণ করতো সে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST