ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১

admin
ডিসেম্বর ৫, ২০১৭ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় আজ বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (৪২) নিহত হয়। নিহত রেজাউর বগুড়া সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত আছির উদ্দিন পাইকারের ছেলে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ মিত্র জানান, বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড থেকে শহরমুখী মোটরসাইকেল চালককে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয় পথচারীরা রেজাউল করিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।