জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় জামাইয়ের বটির কোপে চাতাল শ্রমিক শ্বাশুড়ি মরিয়ম বেওয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি রংপুরের হারাগাছা উপজেলার মিনাজবাজার গ্রামের মৃত মনছের আলীর স্ত্রী।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে মরিয়ম বেওয়ার মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে শনিবার সকাল ৯টার দিকে আহত ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পথে মারা যান।
ঘটনার পর থেকে জামাই শফিকুল ইসলাম পলাতক রয়েছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুরের পড়ান্তপুর গ্রামের বাসিন্দা জামাই শফিকুল ইসলাম। তিনি, তার স্ত্রী ও শ্বাশুড়ি আদমদীঘি উপজেলার দহরপুর জনৈক আনন্দ বাবুর চাতালে শ্রমিকের কাজ করতেন।
শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে জামাই-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে জামাই শ্বাশুড়ির মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন। এতে শ্বাশুড়ি মরিয়ম বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে আনার পথে মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ