জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্ভাডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫জন। সোমবার বিকলে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-ব-৪৬৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ