খবর২৪ঘণ্টা.কম: বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ মনোনিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের জিলানীকে আদমদীঘি থানা পুলিশ সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
আদমদীঘি থানার ওসি মুনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বেশ কিছু দিন থেকে পলাতক ছিলেন। বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ২০০৫ সালে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়। এই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
তিনি এ আসন থেকে বিএনএফ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরপর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন