বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর নামক এলাকার একটি ধান ক্ষেত থেকে চারজন পুরুষের গলা কাটা ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর এলাকার একটি ধান ক্ষেতে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বেলা পৌনে ১২টার দিকে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহতদের নাম-পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক জানান, নিহতরা সবাই আটমূল ইউনিয়ন ও আশপাশের গ্রামের বাসিন্দা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা নিহতদের মরদেহ দেখছেন তাদের কথা থেকে এমনটা ধারণা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/জন