বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। আক্রান্তদের দুজনের বাড়ি সারিয়াকান্দি উপজেলায়, একজনের বাড়ি সোনাতলায়। তারা সম্প্রতি ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার রাতে বগুড়ার সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সারিয়াকান্দির আক্রান্ত পুরুষের বয়স ২৫ বছর আর নারীর বয়স ২০ বছর। সোনাতলার যে নারীর করোনা পজিটিভ এসেছে তার বয়স ৪৭ বছর। বগুড়ায় ফেরার পর তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর গত ১৮ এপ্রিল তাদের নমুনা রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন। রাজশাহী মেডিকেল কলেজে তাদের নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে আজ রাত সোয়া ৮টায় আমাদের জানানো হয় রিপোর্টে তাদের তিনজনের করোনা পজিটিভ এসেছে। তাদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হবে।
এর আগে গত ১৬ এপ্রিল বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এরপর মঙ্গলবার সকালে বগুড়ার সিভিল সার্জনের কার্যালয় থেকে বগুড়ায় আরেকজন করোনা রোগীর খবর জানানো হয়। এই আক্রান্ত ব্যক্তির বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাহেবপাড়ায়। তিনি ২৮ বছর বয়সী যুবক। পেশায় তিনি একজন ট্রাকচালক। নারায়ণগঞ্জ জেলায় বসবাস করতেন। গত ১৪ এপ্রিল রাতে সান্তাহারে ফেরেন। এ নিয়ে মোট ৫ জন বগুড়া জেলার করোনা রোগী শনাক্ত হলো। গত ৪ এপ্রিল বগুড়ার আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগীর করোনা শনাক্তের খবর জানানো হয় সিভিল সার্জন কার্যালয় থেকে। ওই ব্যক্তির বাড়ি রংপুরে।
এদিকে মঙ্গলবার বিকাল ৪টা থেকে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় বগুড়া জেলায় লকডাউন চলছে। এর আগে দুপুর পৌনে ২টায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।