সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ডিজিটাল ব্যানার লাগাতে গিয়ে ১ জনের মৃত্যু

অনলাইন ভার্সন
নভেম্বর ২৮, ২০১৭ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় মঙ্গলবার সকালে ডিজিটাল ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৮) নামের একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি পৌর শহরের উলিপুর এলাকার মহাম আলীর ছেলে।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় গত সোমবার সকালে শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লবের অভিনন্দনের একটি ডিজিটাল ব্যানার লাগনোর জন্য কয়েকজন মিলে প্রায় ৩৫ ফুটের একটি বাঁশ মাটিতে পুতছিল। এ সময় বাঁশটি ১১ কেভি বিদ্যুত সঞ্চালনের তারের সাথে লাগলে আব্দুর রহমানের গায়ে আগুন লেগে যায়। এসময় আরো কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে রহমানের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যায় বলে পরিবার জানায়।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।