শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শুবলী এলাকা থেকে বুধবার সকালে রাম সিং (৬০) নামের এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, ভিক্ষা করার সময় স্থানীয়রা তার ভাষা বুঝতে না পেরে রোহিঙ্গা হিসেবে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে শেরপুর থানা পুলিশের এসআই পুতুল মোহন্ত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিং এর ছেলে। তবে কিভাবে সে বাংলাদেশে অনুপ্রবেশ কারেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন থানা পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘন্টা/নই