নিজস্ব প্রতিবেদক: ফ্রিজে খাবার রাখা যাবে না গুজব রটনাকারীদের আটক করে থানা পুলিশকে খবর দেয়ার নির্দেশনা দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাশক হামিদুল হক। আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে তিনি ফেইসবুক এ স্ট্যাটাস দেন, ফ্রিজে খাবার রাখা যাবে না মর্মে কোন নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। কেউ গুজব ছড়ালে আটক করে নিকটস্থ থানায় খবর দিন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকে রাজশাহী মহানগর জেলার বিভিন্ন উপজেলায় ফ্রিজে মাছ মাংস থাকলে প্রশাসনের লোক ফ্রিজ ভেঙ্গে ফেলছে এবং গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় ফ্রিজের মালিকরা থেকে মাছ মাংস বের করে
ফেলে দিয়েছে এমন খবর শোনা গেছে। মঙ্গলবার সকাল, বিকেল ও বুধবার সকালে আরো বেশি আকারে এ গুজব ছড়িয়ে পড়ে। এ গুজব ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজশাহী জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক হামিদুল হক এর পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হলো।
এমকে