আন্তর্জাতিক ডেস্ক: বাংলা, হিন্দি ও ইংরাজি— তিন ভাষাতেই কবিতা লিখেছেন তিনি। ঠিক কী লিখলেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখলেন অসমের নাগরিক পঞ্জি ইস্যু নিয়ে। বাংলা, হিন্দি ও ইংরাজি— তিন ভাষাতেই কবিতা লিখেছেন তিনি।
সোমবার সন্ধেবেলায় হিন্দি কবিতা ‘পরিচয়’ পোস্ট করেন মমতা। পরের দিন বিকেলে বাংলা কবিতা ‘নাম নেই’ ও ইংরাজি কবিতা ‘আনটাচেবল’ পোস্ট করেন তিনি। দু’টি পোস্টই অসংখ্য মানুষ শেয়ার করেছেন।
ভাষা আলাদা আলাদা হলেও সব ক’টি কবিতাতেই তিনি কার্যত নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে। কবিতার শুরুতেই রয়েছে চিন সফর বা দিল্লির স্টিফেন কলেজের অনুষ্ঠান বাতিল হওয়ার প্রসঙ্গ। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন আধার কার্ডে নাম লেখানো বা ডিজিটাল ভারতের কথাও। পরে এসেছে অসমের নাগরিক পঞ্জির প্রসঙ্গও। তিনি লিখেছেন— ‘প্রতিবাদ করবে?/তুমি তো রাষ্ট্রদ্রোহী।’ কবিতার প্রতিটি পঙ্ক্তিতেই ঝরে পড়েছে তীব্র প্রতিবাদ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন