1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফেসবুকে আসছে বহুল প্রত্যাশিত 'ডিজলাইক' - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

ফেসবুকে আসছে বহুল প্রত্যাশিত ‘ডিজলাইক’

  • প্রকাশের সময় : বুধবার, ২ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কঅবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ফেসবুক প্রেমীদের জন্য কর্তৃপক্ষ আনতে চলেছে ‘ডিজলাইক’ (dislike) অপশনটি৷ তবে, একটু অন্যভাবে৷ বহুদিন ধরে দাবিটি জানিয়ে আসছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা৷ অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ডাউনভোট’ (downvote)৷ যেখানে, ইউজাররা কমেন্ট বক্সে তাদের নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন৷

ডাউনভোট বাটনে ক্লিক করলে ব্যবহারকারীরা পাবেন তিনটি অপশন- অফেনসিভ, মিসলিডিং অথবা অফটপিক৷ তিনটির মধ্যে একটি বেছে নিয়ে বিষয়টির উপর নিজের মতামত জানানো যাবে৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেসবুক এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷

কর্তৃপক্ষের দাবি, ফেসবুককে আরও উন্নত ও বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্যই এই উদ্যোগ৷ সাইটটি ২০০৯-এর ফেব্রুয়ারিতে প্রথম ‘লাইক’ বাটনটি আনে৷ তখন থেকেই ‘ডিজলাইক’ অপশানটি যোগ করার দাবি উঠেছিল৷ ইউজাররা ফেসবুকে বিভিন্ন ছবি, ভিডিও, পোস্টে লাইক বোতামটির মাধ্যমে তাদের পছন্দ জানাতে পারেন৷ তবে, অনেক ক্ষেত্রেই অপছন্দের তালিকায় উঠে আসত বেশ কিছু ছবি৷

সেখান থেকেই প্রয়োজন পড়ে ডিজলাইক অপশনটির৷ ইতোমধ্যেই ভুয়ো খবর প্রতিরোধের কৌশল আনার জন্য গবেষণা শুরু হয়ে গিয়েছে৷ তবে, ইউজাররা নিউজ ফিড স্ক্রল করার সময় এ ধরনের খবরগুলিকে গুরুত্ব না দেয়ার পরামর্শ ফেসবুক কর্তৃপক্ষের৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST