খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অবশেষে পদত্যাগ করলেন জান কোউম। হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হিসাবে কাজ করার পাশপাশি দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের অন্যতম সদস্য। সোমবারই নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।
নিজের ফেসবুক পেজে পদত্যাগের কথা ঘোষণার সময় বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জান কোউম। দায়িত্ব ছেড়ে দিয়েও যে তিনি হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবেন এবং হোয়াটসঅ্যাপের আরও অগ্রগতি চাইবেন তাও জানাতে ভোলেননি মার্ক জাকারবার্গের সাবেক সহযোগী।
ওয়াশিংটন পোস্টের খবর, ফেসবুকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল জ্যান কোউমের। বিবাদের মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের যে ব্যক্তিগত তথ্য পাচার হচ্ছিল তা নিয়ে যথেষ্ঠ বিরক্ত ছিলেন কিউম।
উল্লেখযোগ্য বিষয় হলো, জান কোউমের ফেসবুকের পদত্যাগ পোস্টে কমেন্ট করেছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ। সেখানে তিনি লিখেন, ‘জ্যান, তোমার একসঙ্গে কাজ করার প্রতিটা মুহুর্ত আমার মনে পড়বে। বিশ্বকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে তুমি যে কাজ করেছ এবং আমাকে যা শিখিয়েছ সেজন্য আমি কৃতজ্ঞৃ।’
নয় বছর আগে ব্রেন অ্যাকটনের সঙ্গে একটি মেসেজিং অ্যাপ তৈরি করেছিলেন জ্যান কোউম। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সেই অ্যাপটি ১৯ বিলিয়ন ডলারে কিনে নিয়েছিল ফেসবুক। সেই থেকে ফেসবুকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল জ্যান কোউমের, যা ভাঙল ২০১৮-এ।
খবর২৪ঘণ্টা.কম/নজ