খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১৯ কর্মকর্তাকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিদফতরের এসব কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
এতে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন। র্যাংক ব্যাজ পরানোর পর এক অনুষ্ঠানে মহাপরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, সব দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান-মাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিবেদিতভাবে কাজ করে এ প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে আশা প্রকাশ করেন।
র্যাব ব্যাজ পরিধানের এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকার সহকারী পরিচালক মো. ছালেহ্ উদ্দিন। পদোন্নতিপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।
এছাড়া অনুষ্ঠানে অধিদপ্তরের তিন পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই