খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে ভারতীয় পেসার মহম্মদ শামির একাধিক মেয়ের সঙ্গে জড়িত থাকার কথা ফাঁস করেছিলেন স্ত্রী হাসিন জাহান৷নিজের বক্তব্যের সপক্ষে শামির কিছু গোপন চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন তিনি৷শুধু তাই নয়, ভারতীয় দলের ক্রিকেটার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলে আইনের রাস্তায় হাঁটতে চলেছেন জাহান৷
বুধবার সকালেই পাল্টা ফেসবুক পোস্টে ভারতীয় পেসার জানান সব অভিযোগ মিথ্যে তাঁকে ফাঁসানোর চেস্টা করা হচ্ছে৷ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তাঁর ক্রিকেট কেরিয়ার৷
এই সম্পর্কের টানপোড়েনে এবার মুখ খুললেন শামির শ্বশুর মহম্মদ মিন্টু৷তিনি জানান দক্ষিণ আফ্রিকা সফরের আগে মেয়ে জামাই এসে দেখা করে গিয়েছিলেন৷তারপর কীভাবে এ সব হল তিনি জানেন না৷ মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা সব ঠিক হয়ে যাওয়ার পার্থনা করলেন৷
খবর২৪ঘণ্টা.কম/রখ