খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফরিদপুর শহরতলীর মুন্সীবাজার এলাকায় ট্রাক চাপায় কাসেম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে।
স্থানীয়রা জানান, গেরদা ইউনিয়নের করিম শেখের পুত্র কাসেম শেখ বাড়ি থেকে বের হয়ে মুন্সীবাজারে যাচ্ছিলেন। এসময় চরভদ্রাসন থেকে দ্রুতগামী একটি ট্রাক মুন্সীবাজার ব্রিজে থাকা কাসেম শেখকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা কাসেম শেখকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেবার পথেই মৃত্যু হয় কাসেমের। স্থানীয়ভাবে আপোষ করে ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে ছেড়ে দেয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ