ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে এক গরু চোরকে পিটিয়ে হত্যা

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৭, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা. ডেস্ক:

ফরিদপুরের আলীয়াবাদে মতি শেখ (২৯) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহত মতি শেখের বাড়ি ওই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ইউনিয়নের সাদীপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকে করে চার থেকে পাঁচজন ব্যক্তি বেড়িবাঁধের ওই সড়কে আসে। তারা আশপাশের বাড়িতে থাকা গরু চুরি করতে গেলে এলাকাবাসী টের পায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও মতি শেখ ধরা পড়ে যায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক জানান, গণপিটুনিতে আহত মতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার (এসআই) নজরুল ইসলামের জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।