নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের বিজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার সকাল নগরীতে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
লিটন বলেন, বিএনপির গণসংযোগে ককটেল হামলার ঘটনার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার ব্যাপারে বিএনপি নেতাদের কথপোকথনের অডিও ক্লিপও পেয়েছেন। আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে জানতে পেরেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে জনগণের সহমর্মিতা অজর্ন করতে এবং জনগণকে কাছে টানতে বিএনপি নিজেরাই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হলো বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমাদের বিজয় বুঝতে পেরে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর ১০ নং ওয়ার্ডের হেতেমখাঁ ছোট মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর ডাক্তারের মোড়, কলাবাগান, প্রুাতন বিলশিমলা এলাকায় গণসংযোগ করেন তিনি। ১০ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে ১১ নং ওয়ার্ডের হেতেমখা কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট করেন খায়রুজ্জামান লিটন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চান তিনি। খায়রুজ্জামান লিটনের গণসংযোগের সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
খবর২৪ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।