মোহনপুর প্রতিনিধি: আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীতে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে মোহনপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যেগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামনে পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম পিপি । সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনে সাংসদ আয়েন উদ্দিন এমপি তিনি তারঁ বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনসভা সফল করার লক্ষে আগামী ২২ তারিখে ঐতিহাসিক মাদরাসা মাঠে যথা সময়ে নের্তাকমীদের উপস্থিত হওয়ার আহবান জানান।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দিলীপকুমার সরকার তপন, যুগ্ম সম্পাদক কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু, খলিলুর রহমান, আল আমিন বিশ্বাস, আজাহারুল ইসলাম বাবলু, সহ-সভাপতি রস্তুম আলী প্রাং, শরিফুল ইসলাম মোনায়েম সরদার,যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, নুরুল ইসলাম মাখন, সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদ সদস্য রাবিয়া খাতুন সীমা, কফিল উদ্দিন, মাসুদ আহম্মেদ রানা, প্রচার সম্পাদক খ.ম শামসুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, কেশরহাট আওয়ামীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রুবাইৎ হোসেন উজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. শাহিন শাহ্, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারন সম্পাদক আলী হাসান মোল্লা, মহিলা আওয়ামীগের সভাপতি ডলি আখতার,বাকশিমইল ইউপি আওয়ামীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, ঘাসিগ্রাম ইউপি সভাপতি আফাজ উদ্দিন সাধারন সম্পাদক মোবারক হোসেন, মৌগাছী ইউপি সভাপতি আব্দুস সবুর মাষ্টার,জাহানাবাদ সভাপতি হযরত আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক মোরশেদ আলম,যুগ্ম সম্পাদক মেহেদী হাসান প্রমিসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের দুই হাজার নের্তাকর্মী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-