নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে নতুন সাজে সেজেছে রাজশাহী। গত কয়েকদিন ধরেই নগর ও আশেপাশের উপজেলায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মান করা হয়েছে তোরন। তোরনের সাথে সাথে অসংখ্য ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে রাজশাহী।
আর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মহানগর ও জেলা আ’লীগের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। মাত্র দু’দিন পরেই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মাদ্রাসা ময়দানের জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষেই ব্যস্ততা নেতাকর্মীদের।
ইতপূর্বেই নগর ও জেলা উপজেলায় জনসভা সফল করতে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল করা শুরু হয়েছে। মহানগরের ওয়ার্ড পর্যায়েও প্রচার মিছিল করা হচ্ছে। নগর আ’লীগের সভাপতি এএইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনসভা সফল করতে নগরজুড়ে লিপলেট বিতরণ করছেন। এ ছাড়াও জেলার ৯টি উপজেলায় সংসদ সদস্যরা জনসভা সফল করতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায় ৫ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কাজ করছে মহানগর ও জেলা আ’লীগ। জনসভার স্থান মাদ্রাসা মাঠও প্রস্তুত করা হচ্ছে। ইতমধ্যেই মাঠ পরিদর্শন করেছেন এসএসএফ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাইকিং করা হচ্ছে গোটা নগরজুড়ে। জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী মহানগরে নির্মান করা হয়েছে ১৯৫ টি তোরণ ও জেলার ৯টি উপজেলায় ১৫০ টির অধিক তোরণ নির্মান করা হয়েছে। সেই সাথে অসংখ্য ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।
এসব তোরন ও ফেস্টুনগুলো নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও পাড়া মহল্লায় শোভা পাচ্ছে। যাতে নগরী নতুন সাজে সেজেছে।
এ বিষয়ে রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জনসভায় ৫ লাখ মানুষের সমাগমের টার্গেট করা হয়েছে।
এ ছাড়া নগরের মধ্যে ১৯৫ টি তোরণ ও জেলায় ১৫০টিরও বেশি তোরন নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাত দিন কাজ করছে।
খবর২৪ঘণ্টা/এমকে
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-