নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি এএইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। এ ছাড়া আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে