খবর ২৪ঘণ্টা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সম্মানসূচক সদস্য পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আজ শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় এ প্রস্তাব দেওয়া হয়।
এদিন দুপুরে সভা শেষে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডাকসু সভাপতি ও ঢাবি উপাচার্য আখতারুজ্জামান।
তিনি বলেন, আজ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করলো। সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সম্মাননা সদস্য করার প্রস্তাব উঠেছে। আমরা আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন এবং তিনি প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা করে চলেছেন। এ জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
তিনি জানান, ডাকসুর নবনির্বাচিত নেতাদের একটি অভিষেক অনুষ্ঠান করার পরিকল্পনা আমরা নিয়েছি। অনুষ্ঠানটির দায়িত্ব নতুন নেতাদের ওপর দেয়া হয়েছে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।
খবর ২৪ঘণ্টা/ নই