খবর২৪ঘণ্টা, বিনোদন: নব্বইয়ের দশকের ব্লকবাস্টার ‘সড়ক’-এর পরবর্তী পর্ব ‘সাদাক ২’ নিয়ে আলছে ভাট-ক্যাম্প। এদিন মহেশ ভাটের ৭০ তম জন্মদিনে ছবির ফোটশ্যুটের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আসে। এই ছবির অন্যতম আকর্ষণ, মহেশ-কন্যা পূজা ও আলিয়া থাকতে চলেছেন ছবিতে। দুই বোন তথা তারকা অভিনেত্রীকে নিয়ে এই ফিল্মের সফর শুরুর ঘোষণা করেন মহেশ ভট্ট। ছবিতে পূজা আলিয়া ছাড়াও থাকছেন সঞ্জয় দত্ত ও আদিত্য রয় কাপুর। এদিন মুক্তি পেল ছবির প্রথম টিজার। আর সেই টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সঞ্জয় দত্ত। ছবির পরিচলনায় রয়েছেন মুকেশ ভাট।
তবে ছবি দেখতে হলে অপেক্ষা করতে হবে বহুদিনের জন্য। কারণ আগামী বছর নয়, এই ছবির মুক্তি পেতে চলেছে ২০২০ সালে। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে ‘সাদাক ২’। অপেক্ষা আরও এক সম্ভাবনাময় ব্লকবাস্টারকে ঘিরে।
খবর২৪ঘণ্টা,কম/জন