1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
‘প্রত্যেকদিন দিনের শুরুটা ১৫ মিনিট পর্ন দেখেই করি’ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

‘প্রত্যেকদিন দিনের শুরুটা ১৫ মিনিট পর্ন দেখেই করি’

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

দিনের শুরুটা নীলছবি না দেখলে হয় না! আর তাই দিনের শুরুটা ১৫মিনিট পর্ন দেখেই করি। এক দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাম গোপাল বর্মা। পরিচালকের কথায়, নীলছবি দেখলে নাকি শক্তি আসে নিজের মধ্যে। আর সেই শক্তিই তাঁকে সারাটা দিন চলতে সাহায্য করে।

কিছুদিন আগেই পর্নস্টার মিয়া মালকোভার ছবিতে ঝড় বয়ে যায় ইন্টারনেটে। কারণ, রাম গোপাল ভার্মা বলিউডে কাজ করছে বিখ্যাত এই পর্নস্টারের সঙ্গে। কিছুদিন আগেই সেই ছবির পোস্টার ট্যুইটারে পোস্ট করন আরজিভি। আর তাতেই সবার চোখ কপালে উঠে যায়। বোঝা যায়, বেশ সাহসী একটা কাজ করতে চলেছেন পরিচালক। এবার সমানে এল GOD, SEX and TRUTH নামে সেই ছবির ট্রেলার।

৩ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করেছেন রাম গোপাল ভার্মা। যেখানে মিয়া মালকোভাকে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যাচ্ছেন। যৌনতা সংক্রান্ত বেশি কিছু বার্তাও দেওয়া হয়েছে ওই ভিডিওতে। যৌনতা আসে ভালোবাসা থেকেই, আর সেটা ভগবানেরই দান। এভাবেই যৌনতাকে বর্ণনা করছেন মিয়া। ট্রেলর জুড়ে নানা ধরনের সেক্সি পোজে দেখা গিয়েছে মিয়া মালকোভাকে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST