ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধ নিতে ভুল করল না পিএসজি

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৪, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ফর্মে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে আনার প্রতিশোধটা খুব ভালোভাবেই নিল উনাই এমেরির দল। কদিন আগে যেই স্ত্রাসবুরের বিপক্ষে হেরেছিল পিএসজি, সেই দলকেই গুঁড়িয়ে দিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠলো নেইমারকে ছাড়া খেলতে নামা টানা চারবারের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে দারুণ এই জয়ে লিগ কাপের শেষ আটে ওঠে পিএসজি। প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে এমেরির দল।

ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের দ্বাদশ মিনিটে বাঁ-দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রস ডিফেন্ডার ইওয়ানের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। এরপর ২৫তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। হাভিয়ের পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল এগিয়ে ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক। সেই সুযোগে আলগা বল ধরে ফাঁকা জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

পরে ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার জেরেমি।

এর আগে মৌসুমের শুরু থেকে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিগে এই মাঠেই ২-১ গোলে হেরে বসে পিএসজি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।