খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অফ স্পিনার হরভজন সিং। আইপিএল থেকে ফিরে আসার পর বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হলেন টিম ইন্ডিয়ার সাবেক এই স্পিনার।
তার কাছে থেকে চার কোটি টাকা ধার নিয়ে শোধ করেননি চেন্নাইয়ের এক ব্যবসায়ী। শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভাজ্জি। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
হরভজনের দাবি, জি মহেশ নামের চেন্নাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে অন্য এক বন্ধুর মাধ্যমে ২০১৫ সালে পরিচয় হয় তার। এরপর বন্ধুত্বের খাতিরেই মহেশকে ৪ কোটি টাকা ধার দেন তিনি; কিন্তু এরপর থেকে মহেশ আর সেই টাকা পরিশোধ করার নাম পর্যন্ত নিচ্ছেন না। হরভজন বহুবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আজ নয় কাল, কাল নয় পরশু করে ঘুরিয়েই চলেছেন।
বহুবার টাকা চাওয়ার পর গতমাসে নাকি ওই ব্যবসায়ী ২৫ লক্ষ টাকার একটি চেক হরভজনকে দিয়েছিলেন; কিন্তু পরে দেখা যায় সেই চেকটিও বাউন্স করেছে। যে অ্যাকাউন্ট থেকে চেকটি ইস্যু করা হয়েছিল, তাতে পর্যাপ্ত ব্যালেন্সই নেই।
শেষমেষ বাধ্য হয়ে চেন্নাই সিটি পুলিশের কাছে ওই ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেন ভাজ্জি। তার অভিযোগের তদন্ত শুরু করেছেন চেন্নাই পুলিশের এক এসিপি। এরইমধ্যে তিনি জিজ্ঞাসাবাদের জন্য মহেশকে তলব করেছেন। যদিও মহেশ নামের ওই ব্যবসায়ী ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। তার দাবি, হরভজনের কাছে নিজের সম্পত্তির নথি দেখিয়ে তিনি ঋণ নিয়েছিলেন এবং তা শোধও করে দিয়েছেন।
ব্যবসায়ী নিজের দাবি অনুসারে যদি টাকা দিতে অস্বীকার করেন, তাহলে তো সত্যি সত্যি বড় ধরনের প্রতারণার শিকার হলেন হরভজন সিং।
খবর২৪ঘন্টা/নই