খবর২৪ঘণ্টা ডেস্ক: পেরুতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।
দেশটির প্রতিরক্ষা বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়েন বহু মানুষ।
ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ ও ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন