1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পেনশন তুলে নেওয়া কর্মচারীরাও মাসিক পেনশন পাবেন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

পেনশন তুলে নেওয়া কর্মচারীরাও মাসিক পেনশন পাবেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: চাকরি শেষে সরকারি কর্মচারীদের মধ্যে যারা শতভাগ পেনশন তুলে নিয়েছিলেন, তাদের ফের পেনশনের আওতায় নিয়ে আসা হয়েছে।

অবসর নেওয়া সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের জন্য মাসিক পেনশন পুনঃস্থাপন করে আদেশ জারি করেছে অর্থ বিভাগ।

সোমবার (৮ অক্টোবর) জারি করা এ আদেশ ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

আদেশে বলা হয়েছে, শতভাগ পেনশন তুলে নেয়া সরকারি কর্মচারীরা অবসর নেয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর পুনরায় মাসে কমপক্ষে তিন হাজার টাকা করে পেনশন পাবেন।

তাদের জন্য ২০১৭ সালের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার ওপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হবে।

কোন পদ্ধতিতে মাসিক পেনশন পুনঃস্থাপন এবং বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ হবে, সে বিষয়ে আদেশে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, পেনশন নিয়ে সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০ হাজারের মত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাসে পেনশন সুবিধা পাবেন, এতে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৪৫ কোটি টাকা।

১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন নেয়ার বিধান চালু করা হয়।

২০১৭ সালের ৩০ জুন ওই পদ্ধতি বাতিল করে ওই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।

জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST