খবর২৪ঘণ্ট,আন্তর্জাতিক ডেস্ক: বিকল্প শক্তির উৎস হিসাবে এবার সামনে উঠে এল নতুন নাম। পেঁয়াজের খোসা থেকে এবার তৈরি হবে বিদ্যুৎ। সৌজন্যে আইআইটি খড়্গপুরের একদল গবেষক। খোসা থেকে এক বিশেষ ন্যানো জেনারেটর তৈরি করেছেন গবেষকরা। তার থেকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যাচ্ছে। একটি ন্যানো জ্বলছে এলইডি বাল্ব। তাতে চাপ দিলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। একটি ন্যানো জেনারেটর থেকে কুড়িটি এলইডি বাল্ব জ্বালানো যাবে। এরকম ছ’টি জেনারেটরের সাহায্যে ১২০ ভোল্ট বিদ্যুৎ তৈরি করা যাবে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন