গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
সীমান্তের ওপারে পুশইনের জন্য লোক জড়ো করার খবরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে সর্তকতা জারি করেছে বিজিবি। গত কয়েকদিন আগে উপজেলার বাঙ্গবাড়ী সীমান্তের ওপারে পুশইনের জন্য ট্রাকযোগে ভারতের সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) লোক নিয়ে এসে জড়ো করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তবর্তী লোকজনের সহায়তায় টহল জোরদার করেছে। এছাড়া পাশ্ববর্তী রামদাসপুর সীমান্ত এলাকায়ও একই সর্তকতা জারি করা
হয়েছে। ১৬,বিজিবি’র বাঙ্গাবাড়ী ও রামদাসপুর বিওপি’র আওতাভূক্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে বিজিবি’র টহলের পাশাপাশি সীমান্তবর্তী লোকজনকে বিজিবি’র সঙ্গে টহল দিতে দেখা গেছে। বিজিবি’র সীমান্তবর্তী সূত্রগুলো সীমান্তের ওপারে পুশইনের জন্য লোকজড়োর বিষয়টি স্বীকার করলেও ১৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মাসুদ জানান,পুশইনসহ সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে।
আর/এস