1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুলিশ পরিচয়ে ইউএনওর নামে ৪৩ কেজি মাংস নিয়ে উধাও - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

পুলিশ পরিচয়ে ইউএনওর নামে ৪৩ কেজি মাংস নিয়ে উধাও

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় দুইজন অচেনা ব্যক্তি বিড়ালদহ মাইপাড়া কসাইখানায় গিয়ে নিজেদের থানা পুলিশ পরিচয় দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে সাড়ে ৪৩ কেজি গরুর মাংস নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কসাই পুঠিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটলে রাতেই থানায় অভিযোগ দেন হান্নান নামের ভুক্তভোগী কসাই।

ভুক্তভোগী কসাই হান্নান বলেন, অটোরিকশায় চড়ে আমাদের কসাইখানায় এসে দু’জন ব্যক্তি নিজেদের থানার পুলিশ সদস্যের পরিচয় দেয়। এরপর ইউএনও স্যার পাঠিয়েছেন, তার বাসায় ছোট অনুষ্ঠান আছে। ৫০ কেজি গরুর গোশত লাগবে। সাথে একজন কসাই যেতে হবে, যেন প্রয়োজন অনুযায়ী গোশতের সাইজ করে দিতে পারে। আর কাজ শেষে বিল পরিশোধ করা হবে।

পরে জবাই করা গরুর একটি অংশ সাড়ে ৪৩ কেজি, গরুর চারটি পা ও কসাইসহ তাদের সাথে অটোরিকশাতে তুলে দেওয়া হয়। এরপর ওই দুজন পুঠিয়া সদরে এসে সঙ্গের কসাইকে বলে টাকা থানা থেকে দেওয়া হবে। টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। পরে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় একটি অভিযোগ দিয়েছি। ওই মাংসের মূল্য ২৯ হাজার ৫০০ টাকা বলে জানান ভুক্তভোগী কসাই হান্নান।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ভুক্তভোগী গতকাল রাতে থানায় একটি অভিযোগ দিয়েছে। প্রতারক চক্রের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ বলেন, এখনো অনেক মানুষ আছেন যারা সহজ সরল। সে সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানায় তিনি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST