খবর২৪ঘণ্টা ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রহিম বাবু ওরফে চুলকানী বাবু (২৯) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় মাদকবিক্রেতাদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ রহিম বাবু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুলকানীর বাজার এলাকার আইয়ুব আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আদিতমারী থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনটি মাদক মামলার আসামি রহিম বাবুকে চুলকানীর বাজার থেকে সন্ধ্যায় একশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে নিয়ে মাদকের বড় চালান উদ্ধারে গেলে পুলিশের ওপর তার সহযোগীরা গুলি চালায়।
তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে রহিম বাবুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে রহিম বাবুর পায়ে গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদকবিক্রেতাদের হামলায় তিনি নিজে ও কনস্টেবল আব্দুল খালেক আহত হয়েছেন। তারাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই সময় ঘটনাস্থল থেকে আরও ৫০ পিস ফেনসিডিল ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে রহিম বাবুর বিরুদ্ধে আরও দু’টি মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন