খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
সোমবার ভোররাতে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের বাচা মিয়ার ছেলে মো. আলম (৩৪) ও জাদিমোড়া ক্যাম্পের মো. রফিক (২০)।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে দুজনের মরদেহ পাওয়ায় যায়। এসময় দুটি দেশীয় অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২০০ ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন