খবর২৪ঘণ্টা ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ২টার দিকে শাহরাস্তি উপজেলার চিকুটিয়া শোরসাখ পাকা রাস্তার দক্ষিণ পূর্ব অংশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি এবং ৮৩পিস ইয়াবা উদ্ধার করে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার শাহরাস্তি উপজেলার চিকুটিয়া শোরসাখ পাকা রাস্তার দক্ষিণ পূর্ব পাশ দিয়ে হাজীগঞ্জের দিকে একটি বড় মাদকের চালান যাবে। এমন খবর পেয়ে পুলিশ রাতে ওই এলাকায় অবস্থান নেয়। মাঝ রাতে মাদক পাচারের সময় পুলিশের সাথে প্রায় ১৫ মিনিট ধরে গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটতে শুরু করে। পরে এলাকার কিছু লোকজনসহ ঘটনাস্থল তল্লাশী করলে অজ্ঞাতপরিচয় এক মাদক কারবারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।
তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুসরিক বিন বাশের তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা চাঁদপুরের বাকি সাত থানায় ছবি পাঠিয়েছি। আশা করছি দ্রুত তার নাম-পরিচয় জানতে পারবো।
খবর২৪ঘণ্টা.কম/জেএন