বিনোদন,ডেস্ক: চান্দেরি গ্রামের পুরুষদের মনোরঞ্জনের জন্য আনা হয়েছে এই বিদেশিনীকে৷ সবাই বলে অসাধারণ বেলি ডান্স করে সে৷ কিন্তু এবারে তাঁকে দেখা গেল একেবারে দেশী স্টাইলে৷ ঘাঘড়া চোলি পরে ভোজপুরী সুরে কোমর দোলাচ্ছেন এই সুন্দরী৷ তিনি আর কেউ নন নোরা ফাতেহি৷ যাঁকে সম্প্রতি দেখা গেল ‘স্ত্রী’ ছবির একটি আইটেম নম্বরে৷
গানের নাম ‘কমরিয়া’৷ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ট্র্যাকটি৷ গানটি গেয়েছেন, আস্থা গিল, দিব্যা কুমার, সচীন এবং জিগার৷ এই মুভির প্লট অনুযায়ী, চান্দেরি নামক এই জায়গায় অদ্ভুতভাবে পুরুষরা উধাও হয়ে যায়৷ আর এই ঘটনাটি ঘটে রাতে৷ বহু বছর ধরে চান্দেরির পুরুষদের সেই ডাইনি টার্গেট করে৷ সেই ডাইনিকে ছোট শহরটিতে ‘স্ত্রী’ বলে ডাকা হয়৷
অন্যদিকে ছোট শহরটিতে রাজকুমার রাও দর্জির কাজ করেন তিনি৷ শ্রদ্ধা কাপুরকে দেখেই প্রেমে পড়ে যায় রাজকুমার৷ যদিও শ্রদ্ধা চান্দেরিতে থাকে না৷ প্রত্যেক বছর চার দিনের জন্য আসে সেখানে আসে সে৷ ঘটনাচক্রে রাজকুমারের বন্ধু-বান্ধবরা সন্দেহ করতে থাকে যে শ্রদ্ধাই ‘স্ত্রী’৷ কারণ শ্রদ্ধার কিছু হাবভাব তাদের মনে এ সন্দেহ জাগাতে বাধ্য করে৷ যদিও রাজকুমার প্রথমদিকে সেই কথায় বিশ্বাস করে না৷ বন্ধুদের কথা না শুনেই শ্রদ্ধার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে থাকে রাজকুমার৷
ছবির আরকেটি গুরত্বপূর্ণ চরিত্র রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি৷ তিনিই এই ‘স্ত্রী’র থেকে গ্রামের প্রতিটি পুরুষকে বাঁচাবার চেষ্টা করবে৷ নানা ঘটনার মাঝে স্ত্রীয়ের খপ্পরে পড়ে গায়েব হয়ে যাবে রাজকুমারের এক বন্ধু৷ তাকে খুঁজতে স্ত্রীয়ের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবে তারা৷ ছবিতে ভয়ের সিক্যুয়েন্স কিছু থাকলেও সেটাকেও মোড়া হয়েছে কমেডির স্টাইলে৷ প্রত্যেক দৃশ্যেই রাজকুমারের সেন্স অফ হিউমার ধরা পড়েছে৷ পাশাপাশি অপরাশক্তি খুরানার অভিনয় দক্ষতাও নজড় কেড়েছে দর্শকের৷ অপরাশক্তি, রাজকুমারের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷
‘নালে বা’৷ কন্নড় ভাষার কথাটির অর্থ ‘কাল এসো’৷ পৌরানিক কাহিনি অনুযায়ী, ১৯৯০ সালের কর্নাটকের একটি গ্রামে ডাইনির উপদ্রোব শুরু হয়৷ রোজ রাতে সেই ডাইনি চেনা-পরিচিত গলায় ডেকে গ্রামবাসীদের দরজার কড়া নাড়ত৷ যে সেই আওয়াজ শুনে দরজা খুলত, আর ডাইনিকে দেখে ফেলত, সেই গ্রামবাসীর মৃত্যু অবধারিত৷ এই উপদ্রোবে অতিষ্ট হয়ে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তারা দরজার বাইরে ‘নালে বা’ লিখবে৷ যা পড়ে ডাইনি চলে যাবে, আবার পরের দিন আসবে৷ আবারও একই লেখা পড়বে৷ এইভাবে তারা ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছিল৷
এই পৌরানিক কাহিনির ওপর ভিত্তি করেই আসতে চলেছে ‘স্ত্রী’৷ শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের অভিনীত হরর-কমেডি ছবি ‘স্ত্রী’৷ ছবির চিত্রনাট্য ‘নালে বা’র কাহিনি থেকেই অনুপ্রানিত৷ তবে খানিকটা তফাৎ রয়েছে৷ ছবির পরিচালক অমর কৌশিক৷ প্রযোজনায় রয়েছেন দিনেশ বিজন, রাজ এবং ডিকে৷ সঙ্গীত পরিচালনা করেছেন সচি-জিগার এবং কেতান সোধা৷ রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপরাশক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠি ছাডা়ও অভিনয় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজয় রাজ সহ অনেকে৷ ছবিটি চলতি বছর ৩১ অগাস্ট মুক্তি পেতে চলেছে৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন