নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাকিল উদ্দীন আহম্মেদকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে। শনিবার রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে তাকে পুঠিয়া থানা থেকে জনস্বার্থে পুলিশ সুপারের কার্যালয়ে ওআর হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের
মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, পুলিশ সুপারের আদেশে জনস্বার্থে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দীন আহম্মেদকে থানা থেকে হেডকোয়ার্টারে ওআর হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। তার স্থানে এখনো কাউকে দেওয়া হয়নি।
আর/এস