সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়া উপজেলার দু’টি ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

অনলাইন ভার্সন
নভেম্বর ২৮, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার তফসিল ঘোষনা অনুযায়ী দু’টি ইউনিয়নপরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমানদানের শেষ দিন ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোছাঃ ফাতেমা খাতুন। গত সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদ প্রার্থীরা তাদেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন প্রত্র জমাদেন। এছাড়াও দুই ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলার ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র দান করেন। আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জামাদেন মোঃ তাকবীর হাসান, বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জামাদেন মোঃ তৌহিদুল ইসলাম এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন মোঃ একরামুল হক, মনজুর রহমান, মোঃ সাইদুর রহমান, মোহাম্মদ মাইনুল ইসলাম, শাহজাহান আলী, মোঃ নাজমুল গনি পিন্টু, ও মেহেদী হাসান সুলতান। অপরদিকে শিলমাড়িয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন মনোনয়নপত্র জমা দেন। আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জামাদেন মোঃ সাľাদ হোসেন মুকুল, বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জামাদেন আবু হায়াত মোঃ আসাদুľামান এবং ওয়াকার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জামাদেন মোঃ আজহারুল ইসলাম এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন মোঃ খাদেমুল ইসলাম ও রহমতুল্যাহ প্রামাণিক । পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গত সোমাবার (২৭ নভেম্বর) মনোনয়ন পত্র জামাদানের শেষ দিনে মোট ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে চেয়ারম্যারন প্রার্থী ছাড়া সাধারণ সদস্য পদে ভালুকগাছী ইউনিয়নে ৫২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং শিলমাড়িয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়ন পত্র জমাদেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই বাছাই আগামী ২৯ নভেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী ২৮ ডিসেম্বর। উল্লেখ্য, ভালুকগাছি ইউনিয়ন পরিষদে মোট ভোটার ২৫ হাজার ৩শ’ ৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২শ’ ৩০ জন ও মহিলা ভোটার ১২ হাজার একশত ৭ জন। অপরদিকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার ২৭ হাজার ৬শ’ ৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮শ’ ৩৫ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৮শ’ ৩৪ জন।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।