ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক

admin
নভেম্বর ২৬, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিনধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১০ গ্রাম হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার সকাল ১০টায় উপজেলার বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনর ছেলে আক্তার হোসেন (৫৫) ও উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে খুরশেদ আলী (৪২)।

হাইওয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলপুকুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদের দেহ তল্লাশি করলে মকবুল হোসেনের শরীরে অভিনব কায়দায় রাখা ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং খুরশিদ আলমকে তল্লাশি করলে তার কাছে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, তাদের আটক করে বিকেলে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।