পুঠিয়া প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে পচামাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো: ইকবাল হোসেন পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের করোনার প্রভাবে বিপাকে পড়া এলাকার ১৫০ নিন্ম আয়ের খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল, ময়দা, মুড়ি ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল,সাধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বপন মিয়া,হোসেন আলি, হাসেম আলি, মাহাবুর রহমান প্রমূখ।
সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।