নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। আহতদের মধ্যে ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো ট্রাকের ড্রাইভার চারঘাটের জাকির, হেলপার সুমন ও বাসের হেলপার চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুরের রিপু।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কে বিড়ালদহ মাজার থেকে পূর্ব দিকে একটি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে আঘাত করে তীব্রগতির শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার জাকির, হেলপার সুমন ও বাসের হেলপার রিপুুর মৃত্যু হয়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
পুঠিয়া থানার ওসি জানান, নিহত ট্রাকের ড্রাইভার ও হেলপাড় ট্রাক থামিয়ে তারা পেছনে অবস্থান করছিল। নিয়ন্ত্রন হারিয়ে বাসের চালক ট্রাকের পেছনে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মর্গে ও আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে