ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় পিস্তল ও ম্যাগজিনসহ যুবক আটক

admin
ডিসেম্বর ২, ২০১৭ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ এক আবু সাইদ দোয়েল (২৫) নামের যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫। শনিবার রাত সোয়া ৭টার দিকে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার নামাজগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প জানতে পারে যে, রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রামে অস্ত্র সহ এক যুবক অবস্থান করছে। খবর পেয়ে ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে একটি পিস্তল, একটি ম্যাগজি ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়েছে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।