পুঠিয়ায় দুই ইউপিতে আ’লীগের প্রার্থী ঝন্টু ও হোসনেয়ারা
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ২৭ জুন, ২০১৯
পুঠিয়া রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় দুই ইউপিতে আ’লীগের মনোনয়ন বোর্ড প্রার্থী ঘোষনা করেছে। পুঠিয়া ১নং সদর ইউনিয়নে আশরাফ খান ঝন্টু ও ৬নং জিউপাড়া ইউনিয়নে হোসনেয়ারা বেগমকে প্রার্থী করা হয়েছে। বুধবার দুপুরে আ’লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান নেওয়া হয়েছে বলে আ’লীগে দলীয় সূত্রে জানাগেছে। নির্বাচন কমিশন তফসিল
ঘোষনার পর থেকে পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়নে দলীয় মনোনয় পেতে আ’লীগে দেড় ডজন প্রার্থী মনোনয়ন পেতে দোড়ঝাপ শুরু করেন। এতে পুঠিয়া সদর ইউনিয়নে ৭ জন এবং জিউপাড়া ইউনিয়নে ১১ প্রার্থী দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। পুঠিয়া সদর ইউনিয়নে মনোনয় প্রত্যাশীর ছিলেন, জাহাঙ্গীর আলম জুয়েল, আশরাফ খান ঝন্টু, আবু বক্কর সিদ্দিক,
আইয়ুব আলী, খ.ম.ইমতিয়াজ শফিক রবিন, ফয়েজ উদ্দিন ও এস এম আকাশ মাহামুদ। জিউপাড়া ইউনিয়নে মনোনয় প্রাত্যাশীরা ছিলেন, মানিরুল ইসলাম, মোছাঃ হোনেয়ারা বেগম, ইউনুস আলী, ফজলুর রহমান, আনোয়ার হোসেন, ডলার মাহামুদ, কামরুল ইসলাম, আব্দুর রহিম, নজরুল ইসলাম ও আব্দুল হান্নান। দলীয় সূত্রে জানাগেছে, মনোনয়ন প্রত্যাশীদের মনোনয় ফর্ম যাচাই বাছাই শেষে পুঠিয়া সদর ইউনিয়নে আশরাফ খান ঝন্টু ও
জিউপাড়া ইউনিয়নে সাবেক জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে দলীয় মনোনয় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমা দানের শেষ তারিখ আগামী ৩০ জুন। আগামী ২ জুলাই প্রার্থীতা যাছাই বাছাইয়ের শেষ তারিখ এবং প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ৯ জুলাই। আগামী ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গত নির্বাচনে পুঠিয়া সদর ইউনিয়নে বিএনপির মনোনিত প্রার্থী আতাহার আলী শাহ ও জামায়াত মনোনিত প্রার্থী রুহুল আমিন নির্বাচিত হয়েছিলেন।খবর২৪ঘণ্টা, জেএন