পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার নব গঠিত বেলপুকুর থানার বেলপুকুর সদরে ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। বেলপুকুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চত করেন।
নিহতরা হলেন, পুঠিয়ার জামিরা গ্রামের কোরবান মন্ডল (৭৫), তিনি জামিরা গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে। আর এক জনের নাম সামশুল হক( ৬০), তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর গ্রামের হবি কারিগরের ছেলে। জানা যায়, বেলা তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর হয়ে রাজশাহী যাচ্ছিল। এদিকে রেলক্রসিংয়ের উপর দিয়ে দুই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যূ হয়। বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার ওসি কবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। লাশ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ