পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশন সংলগ্নে নিষিদ্ধ তিন চাকার চার্জার ভ্যানের বডি ভেঙ্গে মালবোঝাই ট্রাকের চাকার নিচে পড়ে দুইজন খ্রষ্টান নারী নিহত হয়েছে ও একজন গুরুত্বর আহত হয়েছে। নিহতরা হলো, পুঠিয়া সদর ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের খ্রীষ্টান পল্লীর শ্যমলের স্ত্রী শিউলী (৪০), ধীরেনের স্ত্রী সূর্যী (৩২) ও একই এলাকার আরেক ধীরেনের স্ত্রী রমনী (৫০) গুরুত্বর আহত। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত শিউলী, সূর্যী ও আহত রমনী ও তার এক প্রতিবেশীসহ একটি চার্জার ভ্যানে করে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার তারাপুর এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিল। পথে মধ্যে পুঠিয়া ফিলিং ষ্টেশনের কাছ পৌছালে ভ্যান ভেঙ্গে পরে যায়। এসময় ভ্যানের ঐ যাত্রীরা বিপরীত গামী একটি ট্রাকের চাকার নিচে পরে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই শিউলী ও সূর্যী মারা যায়। এছাড়াও ভ্যানে থাকা অপর যাত্রী রমনী গুরুত্বর আহত হয়। সেসময় খবর পেয়ে পুঠিয়া হাইওয়ে পুলিশ ও পুঠিয়া ফায়ার সার্ভি তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গুরুত্বর আহত রমনীকে কর্তব্যরত ডাক্তার রামেক হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য রাজশাহী-ঢাকা মহাসড়কে তিন চাকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকলেও পুলিশকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে বেপোরয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব নিষিদ্ধ যানবহন।
খবর২৪ঘণ্টা, জেএন