পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় ৯০ গ্রাম গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার রাতে পুঠিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে বিড়ালদহ মাজার এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো, উপজেলার বিড়ালদহ মাজারএলাকা মৃত হোসেন আলীর ছেলে মিন্টু (৪০) ও তার স্ত্রী নুরজাহান (৩৫)। এ ব্যাপারের পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুইঞা (পিপিএম) জানান, মিন্টু ও তার স্ত্রী দুজনেই তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী। তারা ধরা ছোয়ার বাহিরে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুঠিয়া থানায় নিয়ে আসে পুঠিয়া থানার একটি টিম। সেসময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ